সংবাদ সারাদেশসারাদেশ
সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেনসিডিল সহ আটক দুই
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেনসিডিল সহ দুই জনকে আটক করেছে র্যাব-৬। দেবহাটা এবং কালিগঞ্জে পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার বলেন, জেলার কালিগঞ্জ ও দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে পৃথক অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার, শহিদুল ইসলাম ও আখের আলী গাজীকে আটক করা হয়। এ সময় আসামিদের মালিকানাধীন ইঞ্জিন চালিত নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এবং ১৯৯ বোতল সহ মোট ৩৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কৃত আলামত এবং আটক আসামিদেরকে দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




