সাতক্ষীরায় ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। আজ শনিবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে বাড়ি ফিরছিলেন। পথে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুই জন। এ সময় আহত হয় অন্তত ৭ জন।
স্থানীয়রা জানান, সড়কের দুই ধারে রাস্তা সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, মরদেহ দুইটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক।





