সংবাদ সারাদেশ

দুই সন্তান রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান গৃহবধূ

সংবাদ চলমান ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তান রেখে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান এক গৃহবধূ। চার ও সাত বছরের দুই ছেলে সন্তান রেখে বাবার বাড়ি থেকে ১৭ আগস্ট তিনি হঠাৎ উধাও হয়ে যান। তবে ওই গৃহবধূকে ফেরত আসতে অনুরোধ জানিয়েছেন তার ব্যবসায়ী স্বামী।

ওই গৃহবধূর স্বামী ঢাকায় ব্যবসা করার সুবাদে আফসানা বাবার বাড়িতেই থাকতেন।

গৃহবধূর ভাই জানিয়েছেন, গত ১৭ আগস্ট কাউকে কিছু না বলে তার দুই সন্তানকে বাবার বাড়িতে রেখে তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে (বড় ননদ) যাওয়ার কথা বলে অন্যত্র চলে যান। পরে কোথাও খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে গৃহবধূর স্বামী জানিয়েছেন, তার দেয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে চলে গেছে স্ত্রী আফসানা।

তিনি বলেন, আমার স্ত্রী ফেরত এলে আমি তাকে নিয়ে সংসার করব। আমার দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ফিরে আসার অনুরোধ করছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button