সংবাদ সারাদেশ

আত্নহত্যা কিভাবে করে দেখাতে গিয়ে যুবকের মৃত্যু 

সংবাদ চলমান ডেস্কঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক যুবকের ফাঁস দেয়ার ঘটনা দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে আরেক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে নয়টায় ও সোমবার ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো মো. শোয়েব আহমেদ ও মো. নাইমুর রহমান নয়ন। শোয়েব আহমেদ কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুণের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কমর্রত ছিলেন। নাইমুর রহমান কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র এলাকার ফরহাদ হোসেনের ছেলে।

কাপ্তাই থানার ওসি মো. নাছির উদ্দিন জানান, রবিবার রাতে কাপ্তাই প্রজেক্ট (কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র) এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে নাইমুর রহমান নামে আরো এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে শোয়েব কীভাবে আত্মহত্যা করেছিলে,সেই ঘটনার আলাপ করছিল নাইমুর। একপর্যায়ে আত্মহত্যা কীভাবে করে, তা বন্ধুদের দেখাতে গিয়ে গলায় ফাঁস পড়ে যায় নয়নের, পরে দ্রুত কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নয়নকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button