সংবাদ সারাদেশসারাদেশ

শেরপুরে এক কৃষককে পিটিয়ে হত্যা

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছামেদুল হক কেনা (৬৬) নামে এক কৃষককে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

আজ শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছামেদুল হক কেনা ঐ গ্রামের মৃত. সায়েদ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী পল্লী চিকিৎসক হারুন ও সিদ্দিক খলিফাদের সঙ্গে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যান হারুন ও সিদ্দিক সহ তাদের লোকজন। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ছামেদুল হক কেনার ওপর হামলা চালিয়ে তাকে মারপিট করেন এবং একপর্যায়ে ক্ষেতের পানিতে চুবিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কেনার ছেলে পারভেজ, ছোটভাই ফজলুল হকসহ তিন জন আহত হয়েছেন।

কেনার ছেলে পারভেজ অভিযোগ করে বলেন, আমার বাবার জমি গায়ের জোরে দখল করতে গিয়েছিল প্রতিবেশী হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন বাবা। এছাড়া আমাদের মারপিট করে আহত করা হয়। বাবার হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানাই।

এদিকে, এ ঘটনায় পুলিশ সুপার আকরামুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button