গোদাগাড়ীরাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিয়ে ভাঙার ফাঁদে গোদাগাড়ীর মেম্বার

শিরিন সুলতানাঃ

রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের একজন নির্বাচিত মেম্বরের নাম প্রদীপ এককা(৪২) । তার খায়েশ হয়েছিল পাশ্ববর্তী গোগ্রাম ইউনিয়নের পূজাতলা গ্রামের কমবয়সী মেয়েকে বিয়ে করার। কিন্তু মেয়ের বাবা পাত্রের বয়স চিন্তা করে বা অন্য যেকোন কারণে মেম্বরের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হননি ।

মেয়ের বাবা চৌদুয়ার গ্রামের  ছেলের সাথে মেয়েটির বিয়ে ঠিক করেন। পাঁচদিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা। অন্যদিকে,এমন কথা মেম্বরের সহ্য হয়নি। এরই মাঝে মেম্বার শুরু করে পরিকল্পনা, কি করে ছেলেটিকে ফাঁসিয়ে মেয়েটিকে বিয়ে করা যায় সেটায় ছিল তার উদ্দেশ্য ।

এ ব্যাপারে তাকে সহযোগীতা করে মিল্টন (২১) নামের তার গ্রামের এক ছেলে। দুজন মিলে নয় বোতল ফেন্সিডিল এবং একশ গ্রাম হেরোইন সংগ্রহ করে। সেই সাথে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কে খবর দেয় তারা। খবর পেয়ে ডিবির ইন্সপেক্টর রুহুল আমিন চৌদুয়ার গ্রামে ছেলেটির বাড়িতে অভিযান করে ছেলেটিকে আটক করে।

এবং মিল্টনের বাড়ি থেকে ৯ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এতক্ষন পর্যন্ত সব মেম্বরের পরিকল্পনা মতোই চলছিল। হঠাৎ ডিবির ইন্সপেক্টর রুহুলের মনে সন্দেহ বাসা বাঁধে। ছেলেটাকে দেখে তার মাদক কারবারি মনে হচ্ছিল না। এসপির নির্দেশনায়  মিল্টনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় এক পর্যায়ে সে মেম্বারের পরিকল্পনার কথা স্বীকার করে। মিল্টন স্বীকার করে যে, বিয়ে করতে ব্যর্থ হয়ে প্রদীপ মেম্বার এমন নাটক সাজিয়েছে।  

ইন্সপেক্টর  রুহুল তখনই মেম্বরকে ধরার অভিযান করেন কিন্তু পরিস্থিতি টের পেয়ে মেম্বার পালিয়ে যায়।  মিল্টন এবং প্রদীপ মেম্বারকে  আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে। ইন্সপেক্টর রুহুল আমিন জানান, মেম্বার পলাতক রয়েছে তবে মেম্বারকে ধরতে অভিযান চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button