দুই দিনের রিমান্ডে আলোচিত এস আই হাসান
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর আলোচিত চাকরিচ্যুত পুলিশের উপ পরিদর্শক মাহবুব হহাসানকে ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন রাজশাহীর বিজ্ঞ আদালত।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানার একটি চাঁদাবাজির মামলায় তাকে ভার্চুয়াল আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্র পক্ষের আইনজীবী ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।।
অভিযোগ সুত্রে জানাযায় রাজশাহী নগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী, মাসুদ রানা সরকারের করা মামলায় এই আদেশ দেন বিজ্ঞ আদালত।
জানা গেছে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক পুলিশ সদস্য হাসানের বিরুদ্ধে। এই মামলাতেই তাকে ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
মামলার বাদী মাসুদ রানা সরকার সংবাদ চলমান কে বলেন, আমি আশাবাদী এই মহুর্তে সরকারের নিকট সঠিক বিচার পাব। শুধু পুলিশ সদস্য হাসান নয়, ভিডিও ফুটেজ দেখে হাসানের সাথে যারা এই অপরাধে জড়িত, তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
হাসানের রষাণল থেকে মুক্তি পাওয়া দৈনিক প্রতিদিনের কাগজের রাজশাহী ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক রাজীব আলী বলেন, হাসানের ত্রাসের রাজত্ব জুলাই আন্দোলনের পর ভেঙে চুরমার হয়ে গেছে। হাসান আতংকের সাম্রাজ্য থেকে নিরহ মানুষ মুক্তি পেয়েছেন। তিনি আরো বলেন হাসান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়-ভীতি ও হয়রানি সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন সময় এসেছে আইনের শাসন প্রতিষ্ঠার, আমরা বিশ্বাস করি, সত্যিকারের বিচার প্রতিষ্ঠিত হলে ন্যায়বিচার আমি পাব।
পুলিশের একটি সুত্র বলছে মাহাবুব হাসান ডিবির সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করা অবস্থায় সাংবাদিক রাতুলের উপর নির্বিচার করেছিলেন। হয়ত ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। ক্ষমতা যতই লম্বা হোক না কেন মহুর্তেই ভেঙ্গে পড়তে পারে এর জলজন্ত্র প্রমাণ হল মাহবুব হাসানকে দিয়ে।
স্থানিয়রা জানান গত ২৩ আগস্ট রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় তার নিজ বাসা থেকে আআত্নগোপনে থাকা চাকরিচ্যুত হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে চন্দ্রিমা থানা পুলিশ কে সোপর্দ করেন। অপর দিকে হাসান আটকের ১১ দিন পার হলেও স্থানিয়দের মাঝে এখনো বইছে ক্ষোভ।





