ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে নিহত দুই বোন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ে আম কুড়াতে গিয়ে মেহগনি গাছের চাপায় দুই বোন নিহত হয়েছে। তারা সম্পর্কে একে অপরের চাচাতো বোন। নিহত জেরিন মোসলেম উদ্দিনের মেয়ে এবং আফরিন আমিরুল ইসলামের মেয়ে। জেরিন পৌরসভার এনএন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী এবং আফরিন একই প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় উপজেলা পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাড়াটংগী গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার সময় হঠাৎ ঝড় হলে দুই বোন মিলে পাশের আম বাগানে আম কুড়াতে যায়। সে সময় একটি মেহগনির গাছ তাদের ওপর পড়ে ঘটনাস্থলেই জেরিন নিহত হয়। স্থানীয়রা আফরিনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার সময় আফরিনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি আব্দুল মজিদ, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।





