বাঘারাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী বাঘায় নাসরিন আকতার নুপুর (৪২) নামের এক স্কুল শিক্ষিকা ডাইরিয়ায় আক্রান্ত হয়ে, মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ডাইরিয়ায় আক্রান্তে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তাঁর স্বামী জালাল উদ্দিন ।

উপজেলার দিঘা মাষ্টার পাড়া গ্রামের জালাল উদ্দিন মাষ্টারের স্ত্রী নাসরিন আক্তার নুপুর লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন নাসরিন আকতার নুপুর। তাঁর স্বামী জালাল উদ্দিন দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

শিক্ষক জালাল উদ্দিন বলেন , নাসরিন আকতার নুপুর শনিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে। সেই সাথে বমি ও পাতলা পায়খানা দেখা দেয়। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা অবস্থায় রোববার সকাল সাড়ে ১০.৩০ মিনিটে মারা যান তিনি। তাঁদের দুটি ছেলে রয়েছে । এক জনের বয়স ৫ বছর আরেক জনের তিন বছর । বাদ আছর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহম্মেদ বলেন, ডাইরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকা এসেছিলেন। তাঁর অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button