সংবাদ সারাদেশসারাদেশ

ফেসবুক-টিকটককে সময় বেঁধে দিলো সরকার

দেশে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ সব ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধই থাকছে। এদিকে  আইন না মানায় ফেসবুক ও টিকটককে চিঠি পাঠিয়েছে সরকার। এর জবাব দিতে ৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

আজ রোববার বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আমরা যে কন্টেন্ট গুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। গতকাল ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৩১ জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধই থাকবে।

রোববার বিকেল ৩টায় সারা দেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে জানিয়ে পলক বলেন, বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি। কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button