সংবাদ সারাদেশ
পিকনিকে গিয়ে লাশ হলো দুই যুবক
সংবাদ চলমান ডেস্কঃ
নীলাচল পরিবহনের বাসে ৪০ জনের একটি দল নোয়াখালী থেকে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল।এ সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের বাস দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন ,আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রবিবার সকাল ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঈদগাহ ওয়াহেদপাড়া এলাকায় হুদাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই পিকনিকের বাসের যাত্রী।
নিহতরা হলেন- মো. মুরাদ (১৮) ও কালা মিয়া (৬০)।
ঈদগাহ পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বলেন,ওই পিকনিকের বাসটি সকাল ৬টার দিকে ঈদগাহ এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। বাসের আহত অন্তত ১৫ জন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন।


