সংবাদ সারাদেশসারাদেশ
নোয়াখালীতে বাসচাপায় নিহত-৩
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাস চাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে সহ তিন জনের মৃত্যু হয়েছে।আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫)। তবে তাৎক্ষণিক নিহত আরেক নারীর নাম জানা যায়নি।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, বাস চাপায় তিন জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।




