নড়াইলে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৫) নামে এক ভ্যানচালক কিশোর নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে লক্ষীপাশা আল-মারকাজুল মসজিদ সংলগ্ন আবুল কাসেম খানের বাড়ির পাশের পাঁকা সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে। সে পেশায় একজন ব্যাটারি চালিত ভ্যানচালক। অনেকের ধারণা, ফয়সালকে ছুরিকাঘাতে হত্যার পর ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লক্ষীপাশা আল মারকাজুল মসজিদের বিপরীত সড়কের আবুল কাসেম খানের বাড়ির পাশে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক ঘটনাটি লোহাগড়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, হত্যা কাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




