চাঁদপুরে এক যুবকের লাশ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর এলাকার কাশিমপুরে পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঐ এলাকার দেওয়ানজি বাড়ির পুকুর পাড়ের ভিটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শরীফ খান পার্শ্ববর্তী কচুয়া উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড কোয়া গ্রামের আবদুল আলী খানের ছেলে। শরীফ বিবাহিত এবং দুই পুত্র সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ঐ ব্যক্তির মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শরীফের প্রতিবেশীরা জানান, তিনি পিকআপ চালাতেন। তিন বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি স্থানীয় মাদকসেবীদের সঙ্গে জড়িয়ে পড়েন।
এব্যাপারে মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা জানান, যুবকের মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, স্টোকজনিত কারণে মারা গেছেন। মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে করা হবে বলেও জানান তিনি।



