চট্টগ্রামে ৯৪ বোতল বিদেশী মদ সহ পিকআপ চালক গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশী মদ সহ ১ পিকআপ চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করা হয়। আজ রোববার ভোরে ঢাকা-চট্টগ্রম মহাসড়কের মিরসরাইয়ে নিজামপুর এলাকা থেকে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কফিল উদ্দিন ফেনী থানার মৌটবি ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে ১টি মিনি পিকআপ আটক করে পুলিশ। এ সময় গাড়ি তল্লাশি করে ৯৪ বোতল বিদেশী মদ, ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। ঐ মাদক গুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ৭ হাজার টাকা। এ ঘটনায় মাদক পরিবহনের দায়ে চালক কফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, আসামী কফিল উদ্দিনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে তাকে আদালতে পাঠিয়েছেন।





