সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রামে বাস উল্টে এক জনের মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে একজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৪ জন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ শুরু করেছে।

আজ শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় এক জন নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।

তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গেছে। এ খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে বলেও জানান তিনি।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button