রাজশাহীরাজশাহী সংবাদ

শরবত বিক্রেতা সাদেকুলের স্বপ্ন পূরণের পাশে পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর শরবত বিক্রেতা অদম্য, পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী সাদেকুলকে পুনাক সভানেত্রী জনাব জিশান মীর্জার সহায়তার পর তার শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য এবার এগিয়ে আসেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

আজ ১১ নভেম্বর বৃহস্প্রতিবার, সকাল ১০.০০ ঘটিকায় আরএমপি সদরদপ্তরে আলোচিত সেই শরবত বিক্রেতা মোঃ সাদেকুল ইসলাম পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পুলিশ কমিশনার মহোদয় সাদেকুলের লেখাপড়াসহ সাবির্ক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় পুলিশ কমিশনার মহোদয় সাদেকুলের শিক্ষা জীবন নির্বিঘ্ন করতে তার স্নাতক ১ম বর্ষের বইসহ শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তায় প্রদান করেন।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর শরবত বিক্রির ফাঁকে চলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, পরে পত্রিকায় খবর প্রকাশিত হলে বিষয়টি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জনাব জিশান মীর্জার নজরে আসে। তাঁর আন্তরিক উদ্যোগে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে আরএমপি ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ অনেক কষ্টে সাদেকুল ইসলামকে খুঁজে বের করেন।

পরবর্তীতে গত ১০ অক্টোবর আরএমপি সদরদপ্তরে পুলিশ নারী কল্যাণ সমিতি, আরএমপি কর্তৃক আয়োজিত সামাজিক কল্যাণমূলক কার্যক্রম অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ও ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সহধর্মিণী জনাব জিশান মীর্জার পাঠানো উপহার ফুডপান্ডার খাবার সরবরাহের জন্য সাইকেল, হেলমেট ও মোবাইল ফোন সাদেকুলের হাতে তুলে দেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

নির্বিঘ্নে পড়ালেখা করতে আর্থিক সহায়তা পেয়ে সাদেকুল আরএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button