ঠাকুরগাঁওয়ে মা ও দুই শিশু সন্তানের লাশ উদ্ধার
সংবাদ চলমান ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়।নিহত গৃহবধূর স্বামী ও তার শ্বশুরের দাবি, তারা বিষপানে আত্মহত্যা করেছেন। তবে গৃহবধূর ভাই ও মামার দাবি, বিষপানে আত্মহত্যা করলে তাদের লাশ কীভাবে ডোবায় গেল।
আর এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- আরিদা খাতুন, তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও পাঁচ বছরের ছেলে আরাফাত হোসেন।
আরিদার স্বামী আকবর আলী বলেন, রাতে সবাই এক বিছানায় ঘুমিয়ে ছিলাম। সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে না পেয়ে শ্বশুর বাড়িতে খুঁজতে যাই। বাড়ি ফেরার আগেই স্থানীয়রা ও আমার বাবা সিরাজুল ইসলাম ডোবা থেকে স্ত্রী-সন্তানদের লাশ উদ্ধার করেন।এর আগেও আরিদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানান তার শ্বশুর সিরাজুল ইসলাম।
নিহত আরিদার ভাই রানা ও মামা আলাউদ্দিন বলেন, তিনজনকেই পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে আমরা ধারণা করছি। আমরা ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।প্রতিবেশীরা বলেন, ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের লাশ ডোবায় ভাসতে দেখা যায়। পরে তাদের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলেও তারা জানান।
ধর্মগড় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল বলেন, আকবর পেশায় ফেরিওয়ালা। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।এএসপি রাণীশংকৈল সার্কেল তোফাজ্জল হোসেন বলেন, লাশের ফরেনসিক রিপোর্ট পেলে এবং তদন্ত সম্পন্ন হলে এ রহস্যের সব জট খুলবে বলে জানাগেছে।


