খুলনায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে তিন জনের মৃত্যু
খুলনায় প্রতিনিধিঃ
খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন। আজ রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে জেলার ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে সাতক্ষীরা যাচ্ছিল প্রাইভেটকার। প্রাইভেটকারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক সহ ৩ জনের মৃত্যু হয়। নিহত প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহন লাল। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর থেকে বাসের চালক এবং হেলপার পলাতক রয়েছেন।




