পুঠিয়ারাজশাহী

পুঠিয়ায় ৯ বছরের শিশু রেখে মা উধাও

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট জায়গীর পাড়া গ্রামে ইতি বেগম নামের একটি মহিলা ৯ বছরের একটি শিশু রেখে উধাও ইতি বেগম ।বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের নুরার মেয়ে ১১বছর আগে শিবপুর জায়গীর পাড়া গ্রামের নজরুলের ছেলে জাকির হোসেন ও ইতি বেগম সম্পর্কের জের ধরে বিয়েতে আবদ্ধ হন। কিন্তু ১১ বছর সংসারের ইতি টেনে ইতি বেগম উধাও
জাকির হোসেন জানান প্রতিদিনের মত কাজ শেষ করে বাসায় ফিরে আমার ঘরে প্রবেশ করি দেখি ইতি বেগম নাই পরবর্তীতে পুরো বাসা এবং বাসার আশেপাশে বাসাতে খুঁজতে থাকি কিন্তু কোথাও না পেয়ে আবার আমার ঘরে প্রবেশ করি এবং দেখতে পাই ইতি বেগমের ব্যবহার উপযোগী জিনিসপত্র এবং গহনা কোন কিছুই নাই।
পরবর্তীতে বাসার আশেপাশের প্রতিবেশীকে বিষয়টি জানাই তার আমাকে পরামর্শ দেয় বিষয়টি থানা কে অবহিত করার জন্য এবং তাদের পরামর্শক্রমে থানায় একটি জিডি করা হয়েছে স্থানীয় লোকজন ধারণা করছে পরকীয়ার জের ধরেই হয়তো ইতি বেগম বাসা ছেড়ে চলে গেছে।
Aa

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button