রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে গরু চোরের উৎপাত, চুড়ায় গরু উদ্ধার
মোঃ বাবর আলী মোল্লাঃ
বুধবার (১৭ ফেব্রুয়ারী) রাজশাহীর কাটাখালি পৌরসভা ৪ নং ওয়ার্ড মাসকাটা দিঘী গ্রামে হাইয়ানি পুকুরের ধারে একটি চুড়ায় গরু উদ্ধার করেছে এলাকাবাসী। জানা গেছে,ওই গরুটি চুড়ি করে আনার পথে এলাকাবাসী টের পেলে গরুটি রেখে চোর পালিয়া যায় চোর।
এলাকাবাসী সুত্রে আরো জানা যায়, দীর্ঘদিন যাবত গরু চোরের বিশাল এক সিন্ডিকেট রয়েছে। দিবাগত রাত ১ টার দিকে গরুটি উদ্ধারের পর এলাকাবাসী কাটাখালি থানায় জমা দেয় বলে জানা গেছে।কাটাখালির থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান এই ঘটনার তথ্য নিশ্চিত করেন।





