রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীর এল জি ইডিতে দুদকের হানা

নিজস্ব প্রতিবেদকঃ
আজ (২৯ এপ্রিল) সকাল এগারোটার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদকের) জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এল জি ইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে একটি অভিযান করেন।

অভিযান চলাকালে দুর্নীতি দমন কমিশন (দুদকের) সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশি করেন ও খোঁজখবর নেন। তাকে ব্যাপক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।এরপর এলজিইডির অনান্য কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযান পরিচালনা টিম।

দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন সংবাদ চলমান কে বলেন, প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিল উত্তোলনসহ কিছু অভিযোগের ভিত্তিতে আমাদের এই অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন আমরা অভিযানে এসে বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র দেখেছি এবং এখানকার কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে কথা বলেছি।দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুটিন অভিযান পরিচালনা হয়ে থাকে।তার অংশ হিসেবে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয়, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করার একাধিক অভিযোগ উঠেছে। এক ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ অন্য ব্যক্তিরা সম্বনয় করে বিল উত্তোলন করছেন এমন ডজন অভিযোগ জেলা জুড়ে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button