সংবাদ সারাদেশসারাদেশ

চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুই জন নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপা‌তে কৃষক আহাম্মদ ম‌ল্লিক (৬৫) ও রুবেল (২৮) নামে দুই জন নিহত হয়েছেন। এ সময় টুনু খাতুন (৩০) নাা‌মে এক গৃহবধূ আহত হ‌য়ে‌ছেন। 

নিহত কৃষক আহাম্মদ ম‌ল্লিক উপ‌জেলার পাটা‌চোরা গ্রা‌মের মৃত খে‌দের ম‌ল্লি‌কের ছে‌লে ও রুবেল উপ‌জেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ঝাজরি গ্রামের আব্দুল মালেকের ছেলে। আহত টুনু খাতুন একই উপ‌জেলার গো‌বিন্দহুদা গ্রা‌মের মিল‌নের স্ত্রী।

আজ শ‌নিবার সকাল ৯টার দি‌কে পৃথক তিনটি স্থানে পাটা‌চোরা মা‌ঠে ও দর্শনা থানার বেগমপুর ঝাজরি মা‌ঠে ও গো‌বিন্দহুদা গ্রা‌মের বসতবাড়ি‌তে বজ্রপাতে এসব দুর্ঘটনা ঘ‌টে।

দামুড়হুদা সদর ইউনিয়‌নের সা‌বেক মেম্বার পাটা‌চোরা গ্রা‌মের কুতুব উদ্দীন জানান, শ‌নিবার সকাল ৯টার দি‌কে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকায় বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয়। এ সময় মা‌ঠে কাজ কর‌ছি‌লেন কৃষক আহাম্মদ ম‌ল্লিক। বজ্রবৃ‌ষ্টি শুরু হ‌লে আহাম্মদ ম‌ল্লিক মাঠ থে‌কে বা‌ড়ি ফেরার জন্য রওনা দিলে মা‌ঠের রাস্তায় তিনি বজ্রপা‌তে মারাত্মকভা‌বে আহত হন। এ সময় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরি বিভা‌গের চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

অপর দ‌িকে, উপ‌জেলার দর্শনা থানা পুলিশ বজ্রপাতে যুবক রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের ঝাজড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল বস্তির পাশে একটি দোকানে বসেছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এদিকে, গো‌বিন্দহুদা গ্রা‌মে বজ্রপা‌তে আহত গৃহবধূ টুনু খাতুনের স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃ‌ষ্টির সময় বাড়ি‌তে ঘ‌রের দরজায় স্ত্রী টুনু বসে‌ছিল। এ সময় বাড়ির উঠা‌নে বজ্রপাত হ‌লে সে গুরুতর আহত হ‌য়ে জ্ঞান হারায়। এ সময় প‌রিবা‌রের সদস্যরা তা‌কে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে চি‌কিৎসক তা‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে রেফার্ড ক‌রেন।

দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা) ডা. হে‌লেনা আক্তার নিপা জানান, জরুরি বিভা‌গের চি‌কিৎসক না‌জিয়া নওরিন তা‌কে জানিয়ে‌ছেন, স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আসার আগেই বজ্রপা‌তে আহত কৃষক আহাম্মদ ম‌ল্লিক মারা গেছেন। 

এছাড়া বজ্রপা‌তে গুরুতর আহত টুনু খাতুন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে উন্নত চি‌কিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে রেফার্ড করা হয়েছে। 

দামড়হুদা মডেল থানার ওসি আলমগীর কোবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

দর্শনা থানার ওসি তদন্ত মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বেগমপুর ঝাঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে রুবেল ঐ গ্রামের বস্তির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় বজ্রপাতে মৃত্যু হয় তার।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button