রাজশাহীতে নাবিল গ্রুপের চুরি হওয়া ট্রাক থেকে-লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে নাবিল গ্রুপের চুরি যাওয়া ট্রাক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে রাজশাহী নগরীর বিমানবন্দরের সামনে পরিত্যাক্ত ট্রাকে লাশ টি পাওয়া যায়। গতকাল শুক্রবার রাতে নাটোর থেকে ট্রাকটি চুরি হয় বলে জানান রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ওসি এমরান আলী।
তিনি সংবাদ চলমানকে জানান, গতকাল শুক্রবার রাতে মালামাল সহ নাটোর থেকে একটি ট্রাক চুরি হয়। চুরি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরের সামনে অস্থান রত কালে উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। পরিত্যাক্ত ট্রাকে মালামাল না থাকলেও পাওয়া গেছে একটি মৃত লাশ। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান ওসি এমরান আলী। লাশটি ট্রাকের ছিটের নিচে কাঁথা দিয়ে মোড়ানো ছিল।
ওসি আরো বলেন, ট্রাকটি নাবিল গ্রুপের। গত রাতে চুরি হয়ে যাওয়ার পর নাবিল গ্রুপের এডমিন অফিসার মাসুদ রানা বাদী হয়ে নাটোর সদর থানায় ১টি চুরির মামলা করেছেন। আজ শনিবার সেটি উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান আছে, দোষিদের সনাক্ত সহ আটকের চেষ্টা চলছে এবং এই ঘটনায় নাবিল গ্রুপের কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করছেন পুলিশ।





