রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

ওসি নিবারণের এপিবি এনে বদলি

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার আলোচিত ওসি নিবারণ চন্দ্র বর্মণকে অবশেষে বদলি করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারির ভেতরে ওসি নিবারণকে নতুন কর্মস্থল এপিবিএনে যোগদান করতে বলা হয়েছে। এর ব্যতিক্রম হলে ওই তারিখ থেকে তিনি স্ট্যান্ড রিলিজ হবেন বলেও তার বদলিকৃত চিঠিতে উল্লেখ করা হয়েছে। পুলিশের অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান স্বাক্ষরিত এ চিঠিটি ইস্যূ করা হয় গত ১৩ জানুয়ারি। তবে আরএমপি পুলিশের হাতে আসে গতকাল ১৮ জানুয়ারি।

ওপর দিকে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নানা কাণ্ডে বিতর্কিত এই ওসিকে বদলির জন্য আন্দোলনে নেমেছিলেন রাজশাহীর একাংশের সাংবাদিকরা। সাংবাদিকদের দাবি একটি ঘটনার নেপথ্যে ওসি নিবারণ চন্দ্র বর্মণের গাফলতির অভিযোগ তুলে আন্দোলন করেন সেই সময়। এরই পরিপ্রেক্ষিতে আর এম পির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ওসি নিবারণকে বদলির জন্য আলোচনা করেন ।পরে সাংবাদিকদের আন্দোলন স্থগিত হয়।

ওসি নিবারণের বিরুদ্ধে যৌন হয়রানি, সোনার বার গায়েব করা, একাধিক ভিকটিমকে হয়রানি করাসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পুলিশ একাধিক তদন্ত করেও এসবের প্রমাণ পেয়েছে বলেও জানিয়েছে সূত্রগুলো।

এদিকে নিবারণের বদলির খবরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ সদস্যদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। তবে তার স্থলে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানতে চাইলে মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ওসি নিবারণের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিবারণের বদলি একটি রুটিন বদলি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button