রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে অ্যাপের প্রতারণায় গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে অনলাইন ভিত্তিক এমটিএফই অ্যাপের প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে, তদন্তের স্বার্থে গ্রেফতারদের নাম প্রকাশ করেননি পিবিআই।
এর আগে গত বুধবার (২৩ আগস্ট) বিকেলে জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, নগীর রাজপাড়া থানায় এমটিফই নিয়ে ১ টি মামলা হয়। পুলিশ, সিআইডি ও পিবিআই যৌথ তদন্ত করে দুই জনকে গ্রেফতার করেছে এবং তাদের আদালত পাঠানো হবে।
প্রাথমিক ভাবে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের মাধ্যমে অনেকেই অনলাইন ভিত্তিক এমটিএফইয়ে টাকা জমা দিয়ে প্রতারিত হয়েছেন।





