রাজশাহী সংবাদ

  সাংবাদিক কে লাঞ্চিত করার ঘটনায় সংবাদ চলমানের প্রতিবাদ

সামিরা ইসলামঃ

শুক্রবার কাজলা গেইটে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ কালে এটি এন নিউজের রাজশাহী প্রতিনিধি বুল বুল হাবিব কে পুলিশ কনেষ্টবল দ্বারা লাঞ্চিত করার ঘটনায় এর তিব্র প্রতিবাদ জানিয়েছেন উত্তর অঞ্চলের জন প্রিয় নিউজ পোর্টাল সংবাদ চলমান

শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংবাদ চলমানের পক্ষ থেকে এই সাংবাদিকের সাথে অশুভ আচরনের প্রতিবাদ জানান সংবাদ চলমানের প্রকাশক ইমদাদুল হক, নির্বাহী সম্পাদক মাজহারুল ইসলাম চপল সাংবাদিক নুরজামাল সহ সংবাদ চলমানের সকল সাংবাদিক বৃন্দ। রাজশাহীতে পুর্বেও  স্থানীয় দৈনিক পত্রিকার এক সম্পাদকের সাথে এমন অশুভ আচরন করেছে পুলিশ, এই নিয়ে পুলিশের উপর মহলে জানিয়ে ও তেমন সুফল আসেনি সাংবাদিক মহলের। তবে কিছু পুলিশ সদস্যকে প্রকাশ্যে মদদ দিচ্ছে তাদের সিনিয়র কর্মকর্তা আর এই লাল ক্ষমতায় আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে সেই সকল পুলিশ সদস্য। তবে তাদের  বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন সাংবাদিক বৃন্দ।

পূর্বে এই বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এ এস আই আমিনুল সাংবাদিকদের সাথে অশুভ আচরন করেন এরই ধারা বাহিকতায় একজন সাংবাদিক ডিসি মতিহার বিভাগের নিকট একটি লিখিত আবেদন করেন, আর ঘটনার সত্যতা প্রমান হওয়ায় মতিহার বিভাগের এডিসি আজম এই তদন্তে সেই এ এস আই কে সাময়িক বরখাস্ত করেন। পরে বিভাগীয় মামলা রজু হয় সেই আমিনুলের বিরুদ্ধে। শাস্তির সাথে  এই ধরনের পুলিশ সদস্য যেন আগামীতে আর কারো সাথে অশুভ আচরন না করেন সে ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়ার জন্য পুলিশের উপর মহলের প্রতি আহব্বান জানান সাংবাদিক বৃন্দ।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button