রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

বালু জনি নামেই আতংক- এখন তিনি রাবি কর্মচারি

কাটাখালী থানার শ্যামপুর আজিজুলের মোড়ের জনি নামের উপর ব্যবসায়িদের আতংক। দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে বাড়ি গাড়ি জমির সাথে ট্রাক বালু উত্তোলনের ড্রেজার, প্রাইভেট গাড়ি সবই জুটেছে তার ভাগ্যে আলাউদ্দিনের চেরাগ দিয়ে।

এরই মাঝে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ত্বিতীয় শ্রেনির চাকরিও বাগিয়ে নিয়েছেন অর্থের দাপটে। সুত্র বলছে তিনি দশ লক্ষ টাকা মুল্যের প্রাইভেট গাড়িতে চড়ে অনিয়মিত আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার কর্মস্থলে।

জনির এমন বিলাস বহুল জীবন নিয়ে রাবির  একজন শিক্ষক অতিষ্ট হয়ে বলেন দুই একজন ত্বিতীয় শ্রেনির কর্মচারির চলাচল দেখে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিতেও লজ্জাবোধ হয়। জনির বিরুদ্ধে স্থানিয় কাউন্সিলর মুঞ্জুর রহমান অভিযোগ করে বলেন ২০১২ সালে জনি তার দুই শ টাকার কর্মচারি ছিলেন তার। তিনি বলেন হটাৎ সেই জনি শতকোটি টাকার মালিক বনে গেছেন। চুরি ডাকাতি সহ ডজন মামলা এই জনির বিরুদ্ধে। সম্প্রতি সময়ে সেই কাউন্সিলরকে পর্যন্ত ছুরিকাঘাত  করেছেন জনি সহ তার ক্যাডার বাহীনি।

সেই মামলা পিবি আই তে চলমান রয়েছে। জানতে চাইলে পিবি আই এর সেই কর্মকর্তা সংবাদ চলমান কে বলেন জনির উপর হওয়া মামলা তিনি খতিয়ে দেখছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের একজন আস্থা ভাজন জানান আওয়ামী লীগের নাম ব্যবহার করলেও জনি দলের মুল ধারার সাথে নেই । তিনি বলেন কিছুদিন পুর্বে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে স্থানিয় নেতা কর্মীরা তার উপর হামলা করেছিলেন এর পরে কিছুদিন গা ঢাকা দিয়ে থেকে আবার নানা বিতর্কিত ঘটনার জন্ম দিচ্ছেন।

এ ছাড়াও   রাজশাহী নগর আওয়ামী লীগ জুড়ে জনি কান্ড নিয়ে রয়েছে নানা অভিযোগ। রাজশাহী সদর আসনের সংসদের সরকারি প্রোগ্রামের দায়িত্বে থাকা একটি বিস্বস্ত সুত্র বলেন বালু ব্যবসার আড়ালে জনি কি করেন এমন প্রশ্ন ঘুরছে কাটাখালী থানা জুড়ে। তিনি বলেন জনির সকল কান্ড রহস্যময়ী। পদ্মা নদীর চরাঞ্চল সহ কিছু বিতর্কিত জায়গায় আসে জনির নাম।

জনির নানা কান্ড নিয়ে যখন অনলাইন মাধ্যম উত্তাল ঠিক তখনো জনি বিভিন্ন ভাবে প্রতিবেদককে হুমকি ধামকি দিয়ে চলেছেন। সুত্র বলছে  গণমাধ্যমের নামে চলাচল করা কিছু বিতর্কিত মাদকাশক্ত ব্যক্তিদের সহায়তা থাকার কারণে  এখনো জনির দাপট চলমান। উলটো সাংবাদিকদের নামে গুজব ছড়ানো সহ নানা হুমকির মত ঘটনার জন্ম দিচ্ছেন বিভিন্ন পন্থায়। এই নিয়ে প্রশাষনের উচ্চ পর্যায়ে অবগত করা সহ আইনী প্রক্রিয়া সম্পন্ন করেছেন সেই গণমাধ্যম কর্মী। সেই সকল বিতর্কিত ব্যক্তিদের নামের সাথে জনির ভয়ংকর রাজ্য আগামিতে তুলে ধরবে রাজশাহী মডেল প্রেসক্লাব।

রাজশাহী নগর পুলিশের একটি সুত্র জানান জনির নামে ডজনের উপর মামলা চলমান রয়েছে। এ ছাড়াও তার হটাৎকরে জেগে উঠা সম্পদ সহ নানা বিষয় নিয়ে বিভিন্ন সংস্থা নজরদারি করছেন। জনির বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে জনিকে ফোন করলে তিনি বলেন আমার কয়েকটি ট্রাক আছে সেগুলো পত্রিকায় লিখে দিয়েন। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button