রাজশাহীরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

জেলারের অর্থ বানিজ্যের জের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দুর্ভোগ

অতিষ্ঠ বন্দীদের জীবন শুধু অর্থ হাতিয়ে নিতেই নানা ফুঁন্দী জেলার আমানের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে লেখা রয়েছে রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এই প্রতিশ্রুতি এখন কাগজে কলমেই শোভা পাচ্ছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের নানা অনিয়ম এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে আসা বন্দীদের সাথে কথা হয় এই প্রতিবেদকের-উঠে এসেছে চ্যাঞ্চল্যকর সব তথ্য।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রকাশ্যে মাদক থেকে সব ধরনের নেশা জাতীয় দ্রব্য মিলে অর্থের বিনিময়ে। কারাগারের ভেতরে চীফ রাইটার নামক পদটি অলিখিত ভাবে দাম দরের মাধ্যমে বিক্রি করেন জেলার বাবু। সুত্র বলছে জেলার বাবু ও সুপার বাবু মিলে এই পদের রফাদফা করে থাকেন তবে সম্প্রতি সময়ে সংবাদ চলমানে কারাগারের দুর্নীতির সংবাদ প্রকাশ হয়ার কারণে শাস্তি স্বরুপ জেল সুপার জলিলকে সরিয়ে নেন কর্তৃপক্ষ। এর পরে নবাগত জেল সুপার কিছু বুঝে উঠার আগেই জেলার অর্থের অন্ধকার জগৎতে একক ভাবে রাজত্ব শুরু করেন। জেলার আমান অল্প দিনের মধ্যেই সাজাপ্রাপ্ত আসামি চীফ রাইটারকে হাতিয়ার বানিয়ে মাসে কয়েক লক্ষ টাকা বানিজ্যের চুক্তিতে আবদ্ধ হয়েছেন সম্প্রতি সময়ে। ক্ষমতার দাপটে লাল নীল বাতি জ্বলছে কারাগারটিতে। পিসি বানিজ্য , চাল ডাল বানিজ্য সহ কয়েক ডজন অভিযোগ উঠেছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমান এর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে পিসি নামের খাবার সরবরাহ ক্যান্টিন থেকে প্রতিমাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন জেলার আমান বাবু। নিজের ক্ষমতার জানান দিতে ডি আইজি প্রিজন্ম সহ এম পি মন্ত্রীদের নাম ও ব্যবহার করেন অবৈধ কাজ হাসিল করতে । কারাগারে খাদ্য সরবরাহকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকেও সালামি নেওয়ার অভিযোগ উঠেছে জেলার আমানের বিরুদ্ধে। সুত্র বলছে চলতি দায়িত্বে থাকা ডি আইজি প্রিজন্ম কামাল হোসেনের হটাৎ দায়িত্ব আসে চলতি দায়িত্ব থেকে ফুল দায়িত্বের। এর পরেই বেপরোয়া হয়ে উঠে জেলার সিন্ডিকেট।

কারাগারের সেই সুত্র বলছে, জেল সুপার জলিলের বদলির পরে জেলার আমান আরো বেপরোয়া হয়ে উঠেন। কারাগারে প্রকাশ্যে চলছে মাদক ক্রয় বিক্রয় সহ সেবন। লকাপ বিক্রি ডাইট বিক্রি মাদক বিক্রি থেকে ঠিক কত টাকা জমা হয় জেলারের একাউন্টে তার কোন সঠিক হিসেব দিতে পারেনাই কারাগারের একটি বিস্বস্ত সুত্র। সুত্রটি জানান চীফ রাইটার আর সুবেদার বাবুর মাধ্যমে কয়েক লক্ষ টাকার রফা দফা করে থাকেন জেলার বাবু। পিসি নামক কারাগারের হোটেলে মিলে উচ্চ মুল্যে পঁচা মাছ ভাজি করে সেটি ঝোল রান্না আর অসুস্থ গাভীর মাংস। বাহিরের পিসিতে নিম্ন মানের ফল আমদানি করে উচ্চ মুল্য নিয়ে বন্দীদের নিকট পাঠানো হয়।

কারাগারের গেটে খাবার দিতে আসা নাজমা বেগম আয়েন উদ্দিন জানান, তিনি মাঝে মধ্যেই আসেন তার নিকটতম ব্যক্তিকে দেখতে সাক্ষাৎশেষে খাবার দেওয়ার বিষয় নিয়ে তিনি বলেন যে কয়দিন আপেল অথবা বেদেনা ফল দেওয়া হয়েছে পরের সাক্ষাতে এসে জানতে পেরেছি তার অধিকাংশই ছিল ভেতরে পঁচা ও নষ্ট। তাছাড়া শুখনো খাবারের মুল্য অতিরিক্ত বেশি রাখেন তারা। বাজারের মুল্যের চেয়ে কিছু জিনিষ দ্বিগুন মুল্যে সরবরাহ করেন পিসি নামক কষাই খানায়। কারাগারের সেই সুত্র এমন কিছু ভিডিও তুলে দিয়েছেন প্রতিবেদকের হাতে বলছে পিসির দোকান থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েই জেলার শান্ত নয়, কারাগারের প্রতিটি অনিয়মের সাথেই জেলার গভীর আঁতাত রয়েছে। কারাগারের অফিসে কর্মরত একটি সুত্র বলেন অনিয়ম শেষে সব খাতা পত্র গোজামিল দিয়ে পরিপাটি করে রাখেন সুচতুর জেলার বাবু। তিনি দাপটের সাথে বলেন উপর মহল আমার দেখতে হয় তাই এসব নিয়ে তোমাদের চিন্তার কোন কারণ নেই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button