সংবাদ সারাদেশসারাদেশ
ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ১
ময়মনসিংহ প্রতিনিধিঃ
শুক্রবারে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে ট্রাক চাপায় হাসমত আলী নামে ৪০ বছর বয়সী এক জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২জন। নিহত হাসমত জামালপুর সদর উপজেলা নলকুড়ি নারুন্দিয়া এলাকার বাসিন্দা নাজিম উদ্দীনের ছেলে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার (ওসি) একে এম মঞ্জুরুল হক জানান, সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন হাসমত। গাছতলা বাজারে পৌঁছালে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান হাসমত । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।





