বাগমারারাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

তাহেরপুরে পাটের গুদামে আগুন- বিপুল পরিমানে ক্ষতির আশঙ্কা

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর হাটে আফসার আলীর পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ১লা ডিসেম্বর দুপুর ১.৩০ মিনিটের দিকে হঠাৎ করেই পাটের গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।পরে পাটের গুদামে আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পায়। তখন তারা তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

খবর পেয়ে বাগমারা এবং দূর্গাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ঘন্টা খানেক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। আগুন লাগার নির্দিষ্ট কোন কারণ এখনও অনুসন্ধান করতে না পারলেও ধারনা করা হচ্ছে যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

বিধ্বংস আফসার আলী জানান, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা। তাহেরপুর হাটে ৩ টি গুদাম ভাড়া নিয়ে দীর্ঘ দিন থেকে পাটের ব্যবসা করে আসছেন তিনি। আফসার আলীর বাড়ি পুঠিয়া উপজেলার খলিশাকুড়ি গ্রামে।

বাগমারায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহযোগীতায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সহ ক্ষয়ক্ষতির পরিমান কমানো সম্ভব হয়েছে। এ দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button