অলৌকিক চমক দিচ্ছেন রাজশাহীর বিএস টি আই
ওমর তারেকঃ
যেন হ য ব র ল অবস্থা রাজশাহীর বিএস টি আই অফিসটিতে। দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে অফিসটির যাদুকরী সব কর্মকাণ্ড। রাজশাহী জেলা ও মহানগর জুড়ে যে সকল লিখিত অলিখিত আবেদন, বেকারি, কোল্ড ড্রিংকস, জুস,মিনারেল, কসমেটিকস কারখানা রয়েছে তাদের একমাত্র গার্জিয়ান হয়ে কাজ করছেন বিএস টি আই এর কিছু অসাধু কর্মকর্তা।
তাদের হাত ধরে নিম্ন মানের পণ্য দিনের আলোতে বাজারজাত করে শুন্য থেকে কোটি পতি বনে যাওয়া একাধিক ব্যক্তির সন্ধান এসেছে গণমাধ্যম কর্মীদের হাতে। ঈদের বাজার টার্গেট করে কিছু অসাধু ব্যবসায়ী রাজশাহী জেলা ও মহানগর জুড়ে নকল প্রসাধনী অস্বাস্থ্য কর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরিতে মেতে উঠলেও এই নিয়ে কোন মাথা ব্যথা নেই বিএসটিআই কর্মকর্তাদের। সুত্র বলছে ঈদকে পুঁজি করে উল্টো সালামি ঢুকছে বিএস টি আই এর কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর পার্সোনাল নাম্বারে।
রাজশাহীতে কর্মরত একজন সিনিয়র সাংবাদিক জানান রাজশাহীর কাটাখালীর সমসাদীপুরে মুঞ্জুর নামের একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বেকারি কারখানা চলছে। ঈদকে সামনে রেখে মাসব্যাপী অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করছেন এমন ঘটনা নিয়ে বিএস টি আইকে একাধিকবার অবগত করা হলেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই। রাজশাহী বিএসটিআই এর পরিচালকের সাথে একাধিকবার যোগাযোগ করে অবৈধ প্রস্তুতকারক ও তৈরি কারকদের নোট দিলে তিনি তার টিম নিয়ে মাত্র একটি কারখানায় গিয়ে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করেই চলে আসেন।
তিনি ফিরে আসার পরে সেই কারখানায় একটি সুত্র বিএস টি আই এর পরিচালকের কলরেকর্ড গণমাধ্যম কর্মীদের হাতে তুলেদেন। সেখানে বলতে শোনাযায় আমরাতো আসব না ভাই কিন্তু সাংবাদিকদের চাপাচাপির জন্য আসতে হলো। সেই আওয়ামী লীগ নেতা মুঞ্জুরের নিকট থেকে ঈদ সালামি নিয়ে তারা আবার ফিরে আসেন। অভিযানের বিষয় নিয়ে রাজশাহীর পরিচালক জহুরা সিকদারের নিকট জানতে চাইলে তিনি বলেন আমরা তাকে সতর্ক করে এসেছি তিনি একটি অনুমোদন নিয়ে ৪ ধরনের খাদ্যদ্রব্য তৈরি করছেন। এ ছাড়াও টয়লেট পুকুর নোংরা জায়গায় কারখানা স্থাপনের বিষয় স্বীকার করেন তার সাথে থাকা বি এস টিআই এর অনান্য কর্মকর্তারা। বিএস টিআই এর একজন পরিচ্ছন্ন কর্মকর্তা জানান আওয়ামী লীগ সরকারের দোহাই দিয়ে মুঞ্জুর রহমান নামের ব্যক্তি সরকারি কর্মকর্তাদের সাথে অশুভ আচরণ করেছেন।
এখনো তিনি সবাইকে খুশি করে অবৈধ কারখানা পরিচালনা করছেন এটি সরকারের ভাবমূর্তির উপর প্রভাব পড়ে। বিএস টিআই অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা একজন কর্মচারী জানান পরিচালক ম্যাডাম আওয়ামী লীগ শুনলেই থেমে যান। তিনি তার নিকটতম ব্যক্তিদের বলেন আওয়ামী লীগের সাথে আমার রক্ত মিশে আছে তাই তাদের ক্রুটি ধরলে মনে হয় আমার পরিবারের সাথে বেঈমানি করছি। তিনি আরো বলেন কিছুদিন আগে তার অনিয়ম দুর্নীতি নিয়ে উপর মহল পর্যন্ত গড়িয়েছিল পরে আবার ধামা চাপা পড়েযায়। বিএস টি আই চাকরি করে পেছনের দরজা দিয়ে গায়েবি ভাবে কার কত সম্পদের পাহাড় হয়েছে সেটির আংশিক ডকুমেন্ট তুলেদেন সাংবাদিকদের হাতে। পবা উপজেলার দায়িত্বে থাকা বিএস টিআই কর্মকর্তার সাথে দহরহ বানিজ্যের অভিযোগ রয়েছে পরিচালক জহুরার বিরুদ্ধে যা আগামীতে প্রকাশ করা হবে।
বিএস টি আই এর থুবড়ে পড়া কর্মকান্ড নিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হলে জেলা প্রশাসকের সুত্র জানায় নিয়ম বহিভূত ভাবে কিছু হলে তারা ব্যবস্থা নিবে আমরা প্রশাসনিক সহায়তা করব, যেহেতু সেক্টর তাদের। বিএস টি আই এর সাথে অবৈধ প্রসাধনী ও কারখানার একটা গভীর সম্পর্ক রয়েছে এমন অভিযোগ জেলা প্রশাসকের কার্যালয়ে ও রয়েছে। বিএস টি আই পরিচালক জহুরা শিকদারের আওয়ামী দস্যুতা নিয়ে আরো একজন কর্মকর্তা সামনে এসেছেন গণমাধ্যমের।
তিনি বলেন নৌকার বৈঠা ধরে অলৌকিক কিছু করেছেন তিনি।এমন কিছু রহস্যময়ী তথ্য রয়েছে যা দেখলে জাতি চমকে উঠবে। জানতে চাইলে বিএস টিই তেজগাঁও প্রধান কার্যালয়ের একটি সুত্র জানান রাজশাহী পরিচালকের দপ্তর নিয়ে পুর্বেও অভিযোগ এসেছে আমরা সেগুলো দেখছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



