রাজশাহীতে ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস সহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: আব্দুর রশিদ (৫২), আইনুল (৩৮), নজরুল ইসলাম (৪০), কামরুল আলী (৩৬), কুরবান আলী (৫৫) এবং খাদেমুল ইসলাম পালা (৪০)। তার সকলেই নগরীর ডাঁশমারী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ জুন দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম গতকাল দিবাগত রাত সাড়ে ১২ টায় মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানা গেছে।



