দূর্গাপুররাজশাহী সংবাদ

এসপির চেয়েও নাকি ওসির পদবী বড়-রাজশাহীর সেই  ওসির অডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃ

মাঝে মধ্যেই শোনাযেত রাজশাহীর দুর্গাপুর থানার ওসি হাসমত আলীর নানা অপকর্ম। কিন্তু তিনি যে নিজেকে এসপির চেয়েও বড় কর্মকর্তা দাবি করেন সেটি ছিল অন্যরকম বিষয়। জেলা পুলিশের খতিয়ান খুঁজে দেখাযায় বগুড়া জেলার হাসমত আলী উপ পরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।

পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হওয়ার পর গোদাগাড়ি মডেল থানা ও পুঠিয়া থানার ইন্সপেক্টর তদন্ত হিসেবে টেনে হিচড়ে দায়িত্ব পালন করেন। তিনি ১৭ মাসপুর্বে দুর্গাপুর থানার ওসির দায়িত্বপান। দায়িত্ব পেয়েই তিনি এই শান্তি প্রিয় থানায় নানা ঘটনার জন্মদেন। বগুড়া প্রেমি এই ওসি হয়েউঠেন হিংস প্রাণির মত। সরকারি দল -বিরোধী দল সকলেই ভোরাতে থাকেন তার লম্বা থলে।

সম্প্রতি একটি অবৈধ পুকুর খননের মোটা অংকের অর্থ না পেয়ে  তিনি দুর্গাপুর উপজেলার একজন নিরহ ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করেন সেইসাথে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে গালিগালাজ করেন।নিজেকে এসপির চাইতে ও বড় সিনিয়র অফিসার দাবি করেন ওসি হাসমত আলী। হাসমত আলীর এমন কলরেকর্ড রাজশাহীর পুলিশ সুপারকে যোগাযোগ মাধ্যমে প্রেরণ করেন একজন গণমাধ্যম কর্মী।

সেই গণমাধ্যম কর্মী পুলিশ সুপারকে বলেন আপনি যখন এই জেলাকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করতে দিন রাত পরিশ্রম করছেন নানা কৌশল অবলম্বন করছেন ঠিক সেই সময় একজন ওসি কিভাবে মানুষের দ্বার কোঠায় তার সেবা পৌছায় দিচ্ছেন বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি। হাইকোর্টের নিষেধ অমান্য করে দুর্গাপুর উপজেলায় এই বছর প্রায় ৩শ টির উপরে অবৈধ পুকুর খনন হয়েছে সেগুলোর দায়িত্বে ছিলেন ওসি হাসমত নিজেই। বিঘা প্রতি কুড়ি হাজার টাকা ছিল তার বাজারদর।

কেউ দিতে দেরিকরলে তার বাড়িতে পৌছেযেত দুর্গাপুর থানা পুলিশের গাড়ি। কখনো ভেকু মেশিনের চাবি কখনো মেশিনের ব্যাটারি থানায় নিয়ে এসে করতেন শালিস। শালিস শেষে পরেরদিন থানা থেকে সেগুলো নিয়েগিয়ে একই ভাবে চলতো পুকুর খনণের মহা উৎসব। বর্তমানে দুর্গাপুর উপজেলায় ৪০ টির উপরে পুকুর খনন চলছে যাদের প্রত্যেকেই ওসি হাসমত আলীর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

গতকাল ২৪ এপ্রিল হটাত পুলিশের উপর মহলের নির্দেশে ওসি হাসমত আলী নানা অপকর্মের দ্বায়ে স্ট্যান্ড রিলিজ হন। এখন অবৈধ চুক্তিবদ্ধ কারিরা দুশ্চিন্তায় পড়েছেন তাদের প্রিয় অবিভাবককে হারিয়ে। তবে রাজশাহী জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান ওসি হাসমত আলীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠে তারই ধারাবাহিকতায় তাকে স্ট্যান্ড ক্লোজ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button