রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ জুন) হতে আগামী শুক্রবার (১৪ জুন) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমি সেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
শনিবার (৮ জুন) সকালে রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’-এর উদ্বোধন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব-ভূমিহীন মানুষদের জন্য লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছায় ১৯৭২ সালে গুচ্ছগ্রাম (বর্তমান আশ্রয়ণ প্রকল্প) শুরু করেছিলেন।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পরপরই গরীব মানুষদের পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪ লাখ মানুষকে এ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে। পৃথিবীতে এমন আর কোন দেশ নেই যে সরকার প্রধান ঘোষণা দিয়েছেন ‘আমি একটি মানুষকে গৃহহীন-ভূমিহীন রাখবো না।
তিনি আরো বলেন, রাজশাহীর ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন প্রধানমন্ত্রী দুই উপজেলাকেও গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমরা ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছি। সরকারের ভূমি কেন্দ্রিক এই জয়যাত্রা অব্যাহত থাকবে।
পরে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন এবং জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।





