মুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

সকল জল্পনা কল্পনা শেষে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল সম্পাদক হিরো

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর সব থেকে বৃহত্তর সাংবাদিক সংগঠন রাজশাহী মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকেল ৪ টার সময় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটি। সভাপতি পদে সব থেকে বেশি ভোট পেয়ে নির্বাচিত হন চ্যানেল এস-এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক প্রভাতের বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক পদে আনন্দ টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মডেল প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটগ্রহণ কালে রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে ছুটে আসেন।সাংবাদিকরা জানান নির্বাচনে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

নির্বাচনে সভাপতি পদে ইমদাদুল হক ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রভাষক খোরশেদ আলম পান ২ ভোট। সাধারণ সম্পাদক পদে মোমিন ওয়াহিদ হিরো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক উপাচারের বার্তা সম্পাদক সুরুজ আলী ভোটের শুরুতেই হিরোকে সমর্থন দিয়ে অন্যান্য ভোটারদেরও তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সহ-সভাপতি: বাবর মোল্লা (দৈনিক বারবেলা) ও প্রভাষক শরিফুল আলমযুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুল হক রনি (আরটিভি)
সাংগঠনিক সম্পাদক: বারিউল আলম শান্ত (এশিয়ান টেলিভিশন)
দপ্তর সম্পাদক: ফয়সাল আহমেদ রাতুল (দৈনিক সানশাইন)
প্রচার সম্পাদক: মতিউর রহমান মতি (দৈনিক সংবাদ চলমান)
কোষাধ্যক্ষ: সোহাগ আলী (এশিয়ান টেলিভিশন)
নির্বাহী সদস্য: এনসার খান রাজ্জাক (দৈনিক দিনরাত্রি), মোছা. ফাতেমা (একুশের কণ্ঠ) ও ইসমাইল হক নবী ( দৈনিক আমার সংবাদ )
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মোজাফফর হোসেন। সদস্য সচিব ছিলেন দৈনিক সবুজ নগরের সম্পাদক রোকনুজ্জামান, এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আর টিভির সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান রকি ও আইনজীবী জন।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা একত্রিত হিয়ে উৎফুল্ল আমেজ নিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button