পুলিশ হেফাজত থেকে বক্তব্য প্রদানের জেরে আরএম পির পুলিশ কমিশনার কে কারন দর্শানোর নোটিশে তোলপাড়
নিজস্ব প্রতিবেদকঃ
মহানগর দায়রা জজ(রাজশাহী) মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) খুনের অভিযোগে পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৬) বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালতে একটি বিবিধ মামলা হয়েছে বলে সংবাদ চলমান কে নিশ্চিত করেছেন আদালত।
এই ঘটনা নিয়ে স্বশরীরে ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ানকে সশরীরে আদালতে হাজির হতে বপেছেন। মামলার আগামী ধার্য তারিখ ১৯ নভেম্বর। এর আগে পুলিশ কমিশনারকে আদালতে হাজির হয়ে ব্যাখা দিতে বলেছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর রাজপাড়া থানার আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন। আদালতের পেশকার আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মীদের।
আদালতের আদেশে বলা হয়েছে, মিডিয়ায় প্রচারিত বিভিন্ন সংবাদ হতে অত্র আদালতের দৃষ্টিগোচর হয়েছে যে, বিগত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া কৌশলে প্রবেশ করে তাঁর নাবালক পুত্র তাওসিফ রহমানকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত ও শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং তাঁর স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
‘পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেখা যায়, অভিযুক্ত লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকাবস্থায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ভিকটিমকে দোষারোপ করে বক্তব্য প্রদান করে, যা আয়েশা সিদ্দিকা মিল্লি বনাম রাষ্ট্র ৩৯ বিএলডি ৪৭০ সহ বিভিন্ন মামলায় প্রদত্ত মহামান্য সুপ্রিম কোর্ট এর নির্দেশনার সুস্পষ্ট লংঘন বলে বিবেচিত হয়েছে।
এমন অবস্থায় পুলিশ হেফাজতে থাকাবস্থায় ভিকটিমকে দোষারোপ করে মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করার সুযোগ প্রদান করায় কেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ধার্য তারিখের মধ্যে স্বশরীরে এ আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছে আদালত।
উল্লেখ্য যে গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া নেওয়া ফ্ল্যাটে খুন হয় বিচারকের ছেলে তাওসিফ। হামলায় আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও। এছাড়া হামলাকারী নিজেও ধস্তাধস্তিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সেদিনই তার ভিডিও বক্তব্য ভাইরাল হয়ে পড়ে।
অপর দিকে এমন ঘটনা নিয়ে রাজশাহীর শুশীল সমাজে বইছে আলোচনার ঝড়। অনেকেই বলছেন তাদের ঘটনার জন্য অথথাই রাজশাহীর পুলিশ কমিশনারকে দায়ি করা হচ্ছে। সর্বক্ষন নিরাপত্তা সিকিউরিটি অবস্থায় থাকা বাসায় কিভাবে মিলন জজের বাসায় প্রবেশ করলেন। যেহেতু তার বক্তব্যকে সন্দেহের চোখে দেখা হচ্ছে তাই সিসি ক্যামেরা দ্রুত পর্যালোনা করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কোন ক্ষমতার দাপটে যেন সত্য চাপা না পড়ে যায়। আইনের বেড়া জাল তৈরি করে কেন নিরহ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে এমন প্রশ্ন তুলে চলছে সমালোচনার ঝড়।





