মুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

পুজা মন্ডপে তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে- র‍্যাব ৫ প্রধান

তারেক রহমানঃ
চলতি মৌসুমে সন্নিকটে আসা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে গড়ে তোলা হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা মণ্ডপ ও আশপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি মোতায়েন থাকবে র‍্যাব সদস্যরা, যারা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা নগরীর ধর্মসভায় একটি পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব তথ্য জানান র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা দেশের একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে র‍্যাব সর্বোচ্চ সতর্ক থাকবে। পূজা মণ্ডপে আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের টহল ইউনিট, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা ইউনিট কাজ করবে।”

তিনি আরও জানান, শুধু বাহিনীর পক্ষ থেকেই নয়, পূজা উদযাপন কমিটি, রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবকরাও এবারের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায় বলেন, “আমরা প্রশাসনের সহযোগিতায় এবারের দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত। পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সিসি ক্যামেরা ও মেডিকেল সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।”

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, “ধর্মীয় সম্প্রীতির এই দেশে আমরা বিশ্বাস করি, সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।”

পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা জানান, “এ বছর মহানগরীর ৮০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি আমরা নিজেরাও কাজ করছি যেন হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসবটি সঠিক ভাবে পালন হয়

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এবারের পূজায় রাজশাহী মহানগরী জুড়ে থাকবে উৎসবমুখর পরিবেশ—এই প্রত্যাশা সকলের।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button