পরিচয় পর্বেই পুলিশ কমিশনারের ভালোবাসায় সিক্ত সাংবাদিক সমাজ
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম নবাগত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ড. মোঃ জিল্লুর রহমান। তিনি ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে রাজশাহী মেট্রো পলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করলেন।
রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি এক মতবিনিময় সভায় মিলিত হন।
নবাগত যোগদানকৃত ড. মোঃ জিল্লুর রহমান (আরএমপি) পুলিশ কমিশনার বলেন, আমি প্রথমে জুলাইয়ে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কমনা করছি। তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা করা প্রয়োজন আমি করবো। এ সময় সাংবাদিকদের বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মনোযোগ সহকারে নোট করেন তিনি।
পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় কালে সাংবাদিকরা মহানগরীর বেশ কিছু সমস্যা তুলে ধরেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি চ্যানেল এস এর রাজশাহী প্রতিনিধি ইমদাদুল হক।তিনি বলেন, রাজশাহীতে চুরি, ছিনতাইয়ের উপদ্রব্যে আর এম পি পুলিশের নষ্ট হয়ে যাওয়া ক্যামেরা চালু করা দরকার, সাংবাদিক পুলিশের দুরত্ব মিথ্যে মামলা দিয়ে সাংবাদিক হয়রানি বন্ধের বিষয়ে পুলিশ কমিশনারের সুদৃষ্টি কামনা করেন।
অনান্য সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, মাদক ব্যবসা সম্প্রসারণ। সিটিতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া, ফুটপাত দখল, যানজট যেমন অটোরিকশা শহরের বাইরে থেকে মহানগরীতে এসে যানজটের সৃষ্টি করছে। হর্নের কারণে শব্দ দূষণ হচ্ছে এবং থানায় অভিযোগ না নেওয়ার বিষয়ও অভিযোগ আকারে তুলে ধরেন সাংবাদিকরা।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন যখন রাজনৈতিক অস্থির অবস্থা বিরাজ করছে ঠিক সেই সময় আপনাকে পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়ে রাজশাহীতে প্রেরণ করেছেন কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, আমরা আশা করি আপনার হাতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আপনার পাশে আছি যে কোন সহযোগীতায় আমাদের পাবেন।
সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মত বিনিময় শেষে সাংবাদিকরা বলেন পুলিশ কমিশনারের আন্তরিকতায় আমরা মুগ্ধ। তিনি গণমাধ্যম কর্মীদের কথা মনোযোগ দিয়ে শুনে নোট করে নিয়ে যে ভাবে বক্তব্য প্রদান করেছেন সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।





