তানোরমুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

তুমি জিতিয়েই বিদায় নিলে সাজিত

নিজস্ব প্রতিবেদকঃ
সবাইকে কাঁদিয়েও জিতিয়ে দিলে তুমি সাজিত।ভাগ্যের পরিহাসে তুমি গভীর নলকূপে ডুবে গিয়েও প্রাণ নিয়ে ফিরে এসে প্রমাণ করে গেলে মহান আল্লাহর নিয়ামত আর দয়ার দরজা কত বৃহৎ হতে পারে। যেন সারা পৃথিবীর মানুষের মনে আঁচড় কেটে তুমি সত্যিই কি যেন প্রমান করতে চেয়েছিলেন। তবে সৃষ্টির সেরা জীব মানুষ মানুষের জন্য সেটিও তুমি প্রমাণ করে গেলে। তোমার পড়ে যাওয়াটা যেমন ছিল অসম্ভব, তার চেয়েও বেশি অসম্ভব ছিল তোমার ফিরে আসা।এ যেন এক মহান সৃষ্টিকর্তার নীলা খেলা।

যারা তোমার মৃত্যুর জন্য তাই তাদের কেউ ছাড় পাবে না। যেভাবে মরণ ফাঁদ পেতে রেখেছিল ওই হয় নার দল।তোমার চেয়েও চরম কষ্টে তাদের মৃত্যু হবে তুমি দেখে নিও ওপার থেকে।সজিত তোমার তো মৃত্যু হয় নাই। মৃত্যু হয়েছে মানবতা, যারা মানবতার ছিটে ফোটা না রেখে ফেরেশতার পাশে বসে থাকা সেই তোমাকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করল। তুমি রয়েগেলে কোটি মানুষের হৃদয়ে, কোটি মানুষ তোমাকে স্মরণ করবে শ্রদ্ধার সাথে।

কনকনে শীতে সুড়ঙ্গের ভিতর না জানি তুমি কতই কষ্ট পেয়েছো। মহান আল্লাহ জানেন এর সীমারেখা। পড়ে যাওয়া অসহ্য ব্যথা যন্ত্রণা ক্ষুদা তৃষ্ণা শীত কত কিছুই না তাড়া করেছে তোমায় নির্বিঘ্নে তুমি কমল হৃদয় তা সহ্য করেছো। তোমার ৩৪ ঘন্টার কষ্ট যেন পুরো বিশ্বকে ভারী করে তুলেছিল। সত্যিই তুমি ভাগ্যবান তুমি জীবন দিয়ে প্রমাণ করলে আল্লাহর রহমত কত বড় আর বিস্তার হতে পারে। তুমি তো মানুষ নয় ফেরেশতা হিসেবে পৃথিবীতে এসেছিলে ক্ষণিকের অতিথি হয়ে এ যেন এক নতুন ইতিহাস গড়ে বিদায় নিলে স্যালুট তোমাকে।

তোমাকে সত্যি পূর্বে দেখিনি তবে তোমার আত্মনাদ চোখের সামনে কেন জানি ভেসে উঠছে। মনে হচ্ছে তোমার শেষ বারের মা ডাকটি পৃথিবীর সকল মায়ের মনে আঁচড় কেটে গেছে। তুমি শেষবার মা ডেকে ও আর মায়ের কোলে ফিরতে পারলে না এ যেন এক দীর্ঘময় ক্ষত। তোমার জীবনে আশা ৩৩ ঘন্টা আমরা মনে রাখবো শ্রদ্ধার সাথে স্মরণ করব তোমাকে। তোমার মত এমন ভাবে যেন আর কোন মায়ের কোল খালি না হয়,কোন মা যেন হতবাক হয়ে তাকিয়ে না থাকে সন্তানের ফেরার আশায়। কোন মা যেন ছোট্ট আনন্দ খুঁজতে গিয়ে হারিয়ে না ফেলে কোন সাজিত কে।

সাজিত তুমি কোটি মানুষের হৃদয় ছিড়ে দিয়েছো। তোমার চলে যাওয়াটা সরণীয় হয়ে থাকবে প্রতিটি মানুষের হৃদয়ে। সত্যিই তুমি ভাগ্যবান আল্লাহর অদৃশ্য নেয়ামত ছিলে। তুমি শিক্ষা দিয়ে গেলে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button