ডেভিল হান্টের অপরেশন ১১শ ৭৩
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে ডেভিল হান্ট ও পুলিশের অভিযানে ১১৭৩ জন কে আটক করা হয়েছে। এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযান চলাকালে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এরআগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়।
পুলিশ সদর দফতর জানিয়েছে, ডেভিল হান্ট অপারেশনে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্ট কার্তুজ, ৬টি ছুরি/তলোয়ার, কুড়াল একটি, ককটেল ১০টি, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। ডেভিল হান্টের অপরেশন কে সাধুবাদ জানাতে শুরু করেছে সর্বস্তরের মানুষ।



