ময়মনসিংহে ছোট বোনের প্রেমিকের হাতে বড় বোনের প্রেমিক খুন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছোট বোনের প্রেমিকের ছুরিকাঘাতে মামুন হাসান নামে ১ জন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিল মিয়া নামে ১ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আছিম ইউপির হুরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন হাসান হুরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। গ্রেফতার শাকিল মিয়া একই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়ার থানার এসআই মো. হানিফ মিয়া। তিনি জানান, একই উপজেলার কালাদহ ইউপির ২ বোনের সঙ্গে মামুন ও শাকিলের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।
শনিবার রাতে কথা কাটাকাটির জেরে মামুনকে ছুরিকাঘাত করেন শাকিল। পরে স্থানীয়রা মামুনের চিৎকার শুনে এগিয়ে এসে শাকিলকে আটক করে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে মারা যায় মামুন।
তিনি আরো জানান, মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





