বগুড়ামুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে এলাকাবাসীর তোপের মুখে পালালেন অধ্যক্ষ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর তোপের মুখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী ডিএসএস সিনিয়র আলিম ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নান পালিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উক্ত মাদ্রাসাকক্ষে মাদ্রাসা এডহক কমিটির সভাপতি হাসিনা আকতারের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাদ্রাসা এডহক কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের বিরুদ্ধে গত এক বছরে মাদ্রাসার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত কমিটি ১২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১৫৭টি ভাউচার উপস্থাপন করেন। ওই ভাউচারগুলোতে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নান ফ্লুড কালি দিয়ে মিশিয়ে নিজের ইচ্ছেমতো ভাউচার তৈরি করে। তদন্ত কমিটির তদন্তে ভাউচারগুলো মিথ্যা তা প্রমাণসহ সভায় উপস্থাপন করা হয়। অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের এমন দূর্নীতির কারণে এলাকাবাসী তার স্থায়ী বরখাস্তের দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নান আমাদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসার উন্নয়নের নামে গত এক বছরে বহু দূর্নীতি করে অর্থ আত্মসাত করেছে। এই অধ্যক্ষ এর আগেও নিয়োগ বাণিজ্য করে অনেক অর্থ আত্মসাত করে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিলো। তখন তিনি তার কর্মের জন্য এলাকাবাসীর নিকট ক্ষমা চেয়ে স্বপদে বহাল থাকেন।

এলাকাবাসীরা আরো জানান, আমরা তাকে তার কর্মের ভুলের জন্য ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু এইবার তাকে আর এই প্রতিষ্ঠানে দেখতে চাই না। তার স্থায়ী বরখাস্ত চাই। এলাকাবাসীর মতামত নিয়ে সভায় এডহক কমিটির সভাপতি অধ্যক্ষকে শোকজ করার জন্য সিদ্ধান্ত নেয়। সভা শেষে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানকে শোকজ করার জন্য শোকজ লেটার লেখার সময় এলাকাবাসীর তোপের মুখে তিনি কৌশলে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে উক্ত মাদ্রাসা এডহক কমিটির সভাপতি হাসিনা আকতার জানান, অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানকে শোকজ করা হয়েছে। পরবর্তীতে সিন্ধান্ত মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button