বগুড়াসংবাদ সারাদেশ
ট্রেন দেখে ব্রিজ থেকে লাফ দিয়ে নিহত হলেন যুবক
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ট্রেন আসতে দেখে রেল ব্রিজ থেকে লাফ দিয়ে অজ্ঞাত (৩০) এক যুবক নিহত হয়েছেন।গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রিজে এ ঘটনাটি ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অজ্ঞাতনামা ওই যুবক গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার তালোড়ার নাগর নদের রেল ব্রিজের উপর বসে ছিলেন। এমন সময় সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ব্রিজের কাছে আসতে দেখে ওই যুবক ব্র্রিজের নিচে লাফ দেন। পরে সেখানেই তিনি মারা যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নিহত ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানা যায়।



