গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় শের খান নামে এক যুবক মারা গেছে। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।
আজ সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের খান ঢাকা মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকার সিদ্দিক খানের ছেলে। এবং আহতরা হলেন, প্রাইভেটকার চালক সোহেল ও বাসের যাত্রী হাফিজুর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকার আরোহী শের খান। এ সময় আরো দুজন আহত হন । এ দুর্ঘটনার খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন, আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে তবে পালিয়েছেন চালক ও হেলপার। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।





