নাটোর

নাটোরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে নাটোরে নলডাঙ্গায় তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন নাটোর -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড.ইয়াছন আলী, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কিশোয়ার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।

পরে আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশ গ্রহণকারী স্টল ঘুরে দেখেন ও কৃষকদের সঙ্গে কথা বলেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ মেলায় ২৫টি স্টল অংশ নিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button