সারাদেশ

নোয়াখালীতে বন্ধুকে কুপিয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

চলমান ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে শরীফ হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার দায়ে মো.মিলন নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ মামলার রায়ে এ আদেশ দেন। এ সময় আসামি আদালতের উপস্থিত ছিলেন।

মিলন ও তার বন্ধু শরীফ ইটভাটায় কাজ করতেন। ফলে শরীফের বাড়িতে প্রায় যাতায়াত করতেন মিলন। কিন্তু ঘরে বিয়েযোগ্য বোন থাকায় শরীফ একদিন মিলনকে ডেকে যখন তখন তার বাড়িতে আসতে নিষেধ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন ২০১৭ সালের ২৮ মে বিকেলে সুবর্ণচরের চর মহিউদ্দিন গ্রামে নিজ ঘরের বারান্দায় ঘুমন্ত অবস্থায় শরীফকে কোপ দেয়। এতে তার গলার এক পাশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই রাতেই নিহতের ছোট ভাই মো. আরিফ হোসেন বাদী হয়ে মিলনকে আসামি করে চরজব্বার থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে মিলনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গুলজার আহমেদ জুয়েল মিলনের মৃত্যুদণ্ডের কথা নিশ্চিত করেন।

তিনি আরো জানান, আদালত মোট ২৪জন সাক্ষীকে পরীক্ষা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার একমাত্র আসামি মো. মিলনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিবনাথ ভৌমিক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button