রাজশাহীরাজশাহী সংবাদ

রাবিতে চাকরির বয়স বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি ও আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন রাজশাহী জেলা ৩৫ বাস্তবায়ন কমিটি। আজ মঙ্গলবার বেলা ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মূল ফটকের সামনে এক মানববন্ধনে এসব দাবি করেন তারা।

রাবি শাখার সদস্য সচিব সাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ (৩৩) বাস্তবায়ন সহ অবসরের বয়স সীমা বৃদ্ধির দাবি জানান বক্তারা। এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা জানান, কোভিড-১৯ মহামারির সময় প্রায় সকল প্রকার চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি/পরীক্ষা বন্ধ ছিল। পৃথিবীর অনেক দেশ চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর বা তার বেশি ছিল। তারপরেও করোনা মহামারির কারনে চাকুরিতে আবেদনের বয়স সীমা আরো ২-৩ বছর পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদে ৭১ বার বয়স সীমা বৃদ্ধির দাবিটি উত্থাপিত হয়েছে। জন প্রশাসন মন্ত্রণালয় লিখিত ভাবে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩৫ বছর করার জন্য সুপারিশ করলে তা এখনো বাস্তবায়ন করা হয়নি অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়স সীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর ও অবসরে বয়স সীমা বৃদ্ধি করা হোক।

আবেদনের ফি কমানোর দাবিতে বক্তারা জানান, চাকরির আবেদন ফি সর্ব্বোচ ২০০ টাকা নির্ধারণ করতে হবে (১ম শ্রেণীতে ২০০ টাকা, ২য় শ্রেণীতে ১৫০ টাকা, ৩য় শ্রেণীতে ১০০ টাকা, ৪র্থ শ্রেণীতে ৫০ টাকা) প্রয়োজনে সরকারকে ভর্তুকির উদ্যোগ নিতে হবে। এছাড়াও একই তারিখে ও একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে।

সংগঠনটির রাজশাহী জেলার আহবায়ক ইনজামা-উল-হক জানান, ৩৫ আন্দোলন গত দশ-বার বছর ধরে হয়ে আসলেও এখনো তার সুফল আমরা পাইনি। এছাড়াও কিছু দিন আগেও পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০১৮ (৩৫) বাস্তবায়নের কথা উল্লেখ থাকলেও সেটা বাস্তবায়ন হয়নি।

তিনি আরো জানান, ২০১৯ সালে বলা হয়ে ছিল বয়স বৃদ্ধি করা হবে তখন তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের বার বার আশা দেওয়ার পরেও কেন বাস্তবায়ন হচ্ছে না। আমরা দ্রুত চাকরির বয়স বৃদ্ধি ও ফি কমানোর দাবি জানাচ্ছি।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো. হারুন জানান, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনার্স-মাস্টার্স শেষ করতেই ২৬/২৭ বছর লেগে যায়। সেখানে চাকরি প্রস্তুতি নিতেই আমাদের ৩ বছর পার হয়ে যায়। এছাড়াও কোভিডের কারনে দীর্ঘ দিন পরীক্ষা বন্ধ ছিলো। আমাদের জন্য সেটা অনেক বেশি ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। বয়স পেরিয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী এখন হতাশা গ্রস্ত। আমরা চাই অতিদ্রুত বয়স সীমা বৃদ্ধি করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button