বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
লিমন সরকার ঠাকুরগাও প্রতিনিধিঃ
ঠাকুরগাওয়ের পীররগঞ্জে বেগম রোকেয় দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, বেসরকারি সংস্থা ইএসডিও’র প্রতিনিধি ওয়ালিউর রহমান, উষা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফেরদৌসী বেগম, নির্বাচিত জয়িতা তৃপ্তি রানী রায়প্রমুখ।
শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ৩ গুনী নারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১১ ডিসেম্বর থেকে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে বাস্তবায়নের ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করেন। এতে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার।
এতে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



