রাজশাহীরাজশাহী সংবাদ

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর পবার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ইউপি সাধারণ সদস্য ও ইউপি সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা করেছেন আরএমপির পুলিশ কমিশনার।

বুধবার ৫ই জুলাই সকাল ১১ টায় আরএমপির উদ্যোগে রাজশাহীর কাটাখালী থানার হরিয়ান সুগার মিলসের ট্রেনিং কমপ্লেক্স অডিটোরিয়ামে পবার হরিয়ান ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় নির্বাচনে অংশ গ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার মহোদয় বলেন, নির্বাচন নিয়ে প্রার্থীদের ভীত-সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ৫ স্তরের নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আগামী ১৭ই জুলাই হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম, পবা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম প্রামানিক ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ-সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ।

উল্লেখ্য, হরিয়ান ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৬ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন। ৯টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button